ভারত ভেঙে তা আজ ১৫ টি আলাদা দেশ (with map)

ভারত সারা বিশ্বে অনেক বড় রাষ্ট্র ছিল । সময়ের সাথে সাথে ভারত অনেকবার খন্ডিত হয়েছে আর অনেক আলাদা দেশ হয়ে গেছে । এই পৃথিবীতে ভারতই এমন দেশ যেটি ভেঙে ১৫ টি দেশের জন্ম হয়েছে । আজকে অখন্ড ভারত থেকে খন্ডিত হওয়া দেশগুলো সম্পর্কে আলোচনা করবো। লেখাটি বড় হলেও পড়ার অনুরোধ রইলো । ইরান যখন ভারত থেকে আর্যরা ইরানে পৌছে তখন ওখানে বসবাস শুরু করে তখন থেকে এর নাম ইরিয়ানা হয়ে যায় । এরপর আরবীয়রা এখানে আক্রমন করে আর ওখানে ওদের বাসস্থান বানিয়ে নেয় । আর তখন এর নাম ইরান হয়ে গেছিল । কম্বোডিয়া প্রাচীনকালে কম্বোডিয়া নামক ভারতীয় ব্রাক্ষণ এই দেশে হিন্দু রাজত্ব স্থাপন করেছিল , তখন থেকে এর নাম কম্বোডিয়া হয়েছিল । পরে এটি একটি সতন্ত্র দেশ হয়ে যায় । ভিয়েতনাম এই দেশের নাম আগে চাম্পা ছিল ,এটি ভারতের একটি অঙ্গ ছিল । আঠারোশো পচিশ সালে এখানে হিন্দু রাজত্বের সমাপ্তি ঘটে । একারনে এটিও আস্তে আস্তে আলাদা দেশ হয়ে যায় । মালয়েশিয়া এখানে আগে হিন্দু রাজত্ব ছিল পরে এটি ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পেয়ে ভারত থেকে আলাদা হয়ে যায় । ইন্দোনেশিয়া এক সময় এটি ভারতের অংশ ছিল ক...