ভারত ভেঙে তা আজ ১৫ টি আলাদা দেশ (with map)



ভারত সারা বিশ্বে অনেক বড় রাষ্ট্র  ছিল । সময়ের সাথে সাথে ভারত অনেকবার খন্ডিত হয়েছে আর অনেক আলাদা দেশ হয়ে গেছে । এই পৃথিবীতে ভারতই এমন দেশ যেটি ভেঙে ১৫ টি দেশের জন্ম হয়েছে ।
আজকে অখন্ড ভারত থেকে খন্ডিত হওয়া দেশগুলো সম্পর্কে আলোচনা করবো। লেখাটি বড় হলেও পড়ার অনুরোধ রইলো ।

ইরান

যখন ভারত থেকে আর্যরা ইরানে পৌছে তখন ওখানে বসবাস শুরু করে তখন থেকে এর নাম ইরিয়ানা হয়ে যায় । এরপর আরবীয়রা এখানে আক্রমন করে আর ওখানে ওদের বাসস্থান বানিয়ে নেয় । আর তখন এর নাম ইরান হয়ে গেছিল ।
কম্বোডিয়া

প্রাচীনকালে কম্বোডিয়া নামক ভারতীয় ব্রাক্ষণ   এই দেশে হিন্দু রাজত্ব স্থাপন করেছিল , তখন থেকে এর নাম কম্বোডিয়া হয়েছিল । পরে এটি একটি সতন্ত্র দেশ হয়ে যায় ।
ভিয়েতনাম

এই দেশের নাম আগে চাম্পা ছিল ,এটি ভারতের একটি অঙ্গ ছিল । আঠারোশো পচিশ সালে এখানে হিন্দু রাজত্বের সমাপ্তি ঘটে । একারনে এটিও আস্তে আস্তে আলাদা দেশ হয়ে যায় ।
মালয়েশিয়া

এখানে আগে হিন্দু রাজত্ব ছিল পরে এটি ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পেয়ে ভারত থেকে আলাদা হয়ে যায় ।
ইন্দোনেশিয়া

এক সময় এটি ভারতের অংশ ছিল কিন্তু এখানে হিন্দু কিছুটা কম ছিল বলে এটি একটি আলাদা মুসলিম দেশ হয়ে যায় ।
ফিলিপাইন

এখানে মুসলিমরা আক্রমন করে অনেক বছর রাজত্ব করেছে । আর মুসলিমরাই একে ভারত থেকে আলাদা করে ফেলে ।
আফগানিস্তান

আফগানিস্তান এক সময় ভারতের অংশ ছিল । এখানে হিন্দু রাজত্ব ছিল । মহাভারতের শকুনি ও গান্ধারি এখানকার বাসিন্দা ছিল । এখন এটি মুসলিম দেশ ।
নেপাল


নেপাল এক সময় ভারতের অংশ ছিল ।  ধীরে ধীরে এটি ভারত থেকে আলাদা হয়ে যায় ।  ভারতের স্বাধীনতার সময় নেপাল ভারতের সাথে থাকার আগ্রহ প্রকাশ করেছিল ,কিন্তু ভারতের ততকালীন প্রধানমন্ত্রী নেহেরু নেপালের এই অনুরোধ বাতিল করে দেয় । আর আজ নেপাল একটি আলাদা সতন্ত্র দেশ ।
ভুটান

এটি প্রথমে ভারতের অংশ ছিল , আমাদের বিভিন্ন ভারতীয় গ্রন্থেও এর উল্লেখ রয়েছে । কিন্তু এটি ১৯৪৯ সালে নিজেকে আলাদা দেশ হিসেবে ঘোষনা দিয়ে দেয় । ভারতীয় শাসকদের হারিয়ে চীন এটিকে নিজেদের করে নিয়েছিল ।
শ্রীলংকা

প্রথমে এর নাম তাম্রপানি ছিল ।  আর এখানে হিন্দু রাজত্ব ছিল । আগে পর্তুগালরা ও তারপরে ইংরেজরা শ্রীলংকা দখল করেছিল । ১৯৪৬ সালে ইংরেজরা একে ভারত থেকে আলাদা করে দিয়েছিল ।
মায়ানমার (বার্মা)

এর নাম আগে বার্মা ছিল । এখানকার প্রথম রাজা বারানসীর রাজকুমার ছিল । ১৮৫২ সালে একে ভারত থেকে আলাদা করে দেওয়া হয় ।
পাকিস্তান

এখানে স্বাধীনতার পর অনেক হিন্দু মন্দির ভাঙা হয় আর হিন্দুদের ওপর অমানবিক অত্যাচার করা হয় ।এটা সবাই জানে মুসলিমরা লাগাতার ভারত দেশকে খন্ড করার আন্দোলন করে পাকিস্তান ভারত থেকে আলাদা করে নেয় ।
বাংলাদেশ

এটাও ১৯৪৬ এর আগে ভারতের অংশ ছিল । পরে এটি পূর্ব পাকিস্তান হলো । ১৯৭১ সালে ভঅরতীয় সেনারা এদেশকে পাকিস্তান থেকে আলাদা করে দেয় ।
থাইল্যান্ড

এর প্রাচীন ভারতীয় নাম শ্যামদেশ ছিল । প্রথমে এখানে হিন্দু রাজত্ব ছিল । পরে এখানে বৌদ্ধ ধর্মের প্রচার হয় । আর তারপর এটিও ভারত থেকে আলাদা হয়ে যায় । 
তিব্বত

তিব্বতকে চীন দেশের রাজারা ভারতীয় রাজাদের হারিয়ে দখল  করে নেয় । আর এটি এখন সতন্ত্র দেশ ।

এই কথাগুলো অনেক কম লোক জানে । কারণ এই দেশগুলোর ভারত থেকে আলাদা হয়ে যাওয়া , খারাপ স্বপ্ন মনে করে সবাই ভুলে যেতে চায় । খন্ডিত হয়ে ভারত ও হিন্দুদের আজ দেয়ালে পিঠ ঠেকে গেছে । তবে সব হিন্দুর সংকল্প হওয়া উচিত ভারতকে আবার অখন্ড করার ,রাম রাজত্ব স্থাপন করার ।
জয় শ্রী রাম – হর হর মহাদেব
লেখাটি ভালো লাগলে শেয়ার করুন আর হিন্দুত্ব প্রচারে এগিয়ে আসুন ।

Comments

Popular posts from this blog

মহাভারতের শহরগুলো কোথায় আছে জেনে নিন

মহাদেবের সংক্ষিপ্ত পরিচয়