আফগানিস্তান আজ হিন্দুশূন্য



এখন আফগানিস্তানের পরিচয় শুধু জঙ্গি ও তালিবানদের নামে হয়ে থাকে   কিন্তু কোনো এক সময় এই আফগানিস্তানের পরিচয় হিন্দু রাজ্য হিসেবে হতো , যেখানে আজ একটিও হিন্দু নেই  আফগানিস্তান ও পাকিস্তান ছাড়া ভারতের ইতিহাস কল্পনা করা যায় না আফগানিস্তান 7th century পর্যন্ত অখন্ড ভারতের অংশ ছিল এটি প্রথমে হিন্দু রাজ্য থেকে বৌদ্ধ রাষ্ট্র হয় , আর এখন এটি একটি ইসলামিক রাষ্ট্র 7th century পর্যন্ত আফগানিস্তান নামে কোনো রাষ্ট্র ছিল না
আফগানিস্তান নামের প্রচলন শুরু হয়েছিল ১৭৪৭১৭৭৩ এর মধ্যে   এর পূর্বে আফগানিস্তান ARYANA , ARYANAM VIJU , PAKHTIYA KHURASHAN , PASHTOONKHWAH , ROH নামে জানা যেত এখনও আফগানিস্তানের একটি বড় হোটেলের নাম আরিয়ানা ও ওখানকার একটি এয়ারলান কোম্পানির নাম আরিয়ানা
ধৃতরাষ্ট্রের স্ত্রী গান্ধারির বাসস্থান ছিল আফগানিস্তানে আজও অনেক বাচ্চার নাম হিন্দু নামে রাখা হয় , যেমন – KAISHK ARYAN VED
মুসলিম শাসকদের অত্যাচারে আর হিন্দুদের একতা ভেঙ্গে যাওয়ায় ওখানে আজ একটা হিন্দুও নেই 

Comments

Popular posts from this blog

মহাভারতের শহরগুলো কোথায় আছে জেনে নিন

ভারত ভেঙে তা আজ ১৫ টি আলাদা দেশ (with map)

মহাদেবের সংক্ষিপ্ত পরিচয়