আফগানিস্তান আজ হিন্দুশূন্য
এখন আফগানিস্তানের পরিচয় শুধু জঙ্গি ও তালিবানদের
নামে হয়ে থাকে । কিন্তু কোনো এক সময় এই আফগানিস্তানের
পরিচয় হিন্দু রাজ্য হিসেবে হতো , যেখানে আজ একটিও হিন্দু নেই । আফগানিস্তান
ও পাকিস্তান ছাড়া ভারতের ইতিহাস কল্পনা করা যায় না । আফগানিস্তান 7th
century পর্যন্ত অখন্ড ভারতের অংশ ছিল । এটি
প্রথমে হিন্দু রাজ্য থেকে বৌদ্ধ রাষ্ট্র হয় , আর এখন এটি
একটি ইসলামিক রাষ্ট্র । 7th
century পর্যন্ত আফগানিস্তান নামে কোনো রাষ্ট্র ছিল না ।
আফগানিস্তান নামের প্রচলন শুরু হয়েছিল ১৭৪৭ – ১৭৭৩ এর মধ্যে । এর পূর্বে আফগানিস্তান
ARYANA , ARYANAM VIJU , PAKHTIYA KHURASHAN , PASHTOONKHWAH , ROH নামে জানা যেত ।
এখনও আফগানিস্তানের একটি বড় হোটেলের নাম আরিয়ানা ও ওখানকার
একটি এয়ারলান কোম্পানির নাম আরিয়ানা ।
ধৃতরাষ্ট্রের স্ত্রী গান্ধারির বাসস্থান ছিল আফগানিস্তানে
। আজও
অনেক বাচ্চার নাম হিন্দু নামে রাখা হয় , যেমন
– KAISHK ARYAN VED ।
মুসলিম শাসকদের অত্যাচারে আর হিন্দুদের একতা ভেঙ্গে
যাওয়ায় ওখানে আজ একটা হিন্দুও নেই ।
Comments
Post a Comment