বধূ সম্পর্কে পবিত্র বেদ কি বলে?


সকল নারীদের পড়া উচিত ও পালন করা উচিত।
ওঁ সুমঙ্গলী প্রতরণী গৃহাণাং সুশেবাপত্যে শ্বশুরায় শংভূঃ।
স্যোনা শ্বশ্র্বৈ প্রগৃহান্ বিশেমান্।।
(অথর্ববেদ_১৪ /২/২৬)
অনুবাদঃ হে বধূ! কল্যাণময়ী, গৃহের শোভাবর্দ্ধনকারিনী, পতিসেবা পরায়ণা, শ্বশুরের শান্তিদায়িনী, শাশুড়ির আনন্দদায়িনী! গৃহকার্য্যে নিপুণা হও।
ওঁ স্যোনা ভব শ্বশুরেভ্যঃ স্যোনা পত্যে গৃহেভ্যঃ।
সোনাহস্যৈ সর্বস্যৈ বিশে স্যোনা পুষ্টায়ৈষাং ভব।।
(অথর্ববেদ_১৪/২/২৭)
অনুবাদঃ হে বধূ! শ্বশুরদের প্রতি, পতির প্রতি, গৃহের প্রতি এবং এই সব প্রজাদের প্রতি সুখদায়িনী হও। ইহাদের পুষ্টির জন্য মঙ্গলদায়িনী হও।
ওঁ সুমঙ্গলী বিয়ং বধূরিমাং সমেত পশ্যত।
সৌভাগ্য মস্যৈ দত্ত্বা দৌর্ভাগ্যৈর্বিপ
রেতন।।
(অথর্ববেদ_১৪/২/২৮)
অনুবাদঃ এই বধূ মঙ্গলময়ী, সকলে মিলিয়া ইহাকে দেখ, ইহাকে সৌভাগ্য দান করিয়া দৌর্ভাগ্য বিদূরিত কর।

Comments

Popular posts from this blog

মহাভারতের শহরগুলো কোথায় আছে জেনে নিন

ভারত ভেঙে তা আজ ১৫ টি আলাদা দেশ (with map)

মহাদেবের সংক্ষিপ্ত পরিচয়