সনাতনধর্মে পতি ও পত্নী


অনেকেই দাবি করে সনাতনধর্মে নারীদের যজ্ঞ করার অধিকার দেওয়া হয় না, কিন্তু সে সম্পর্কে বেদ কি বলে আসুন জেনে নিই। তথ্যসন্ত্রাসের উপযুক্ত উত্তর দিয়ে অধর্মীদের মুখ বন্ধ করি।
শেয়ার করে অন্য জানার সুযোগ করে দিই।
প্রতব প্রাশ ব্যাঁ ইতঃ সম্যঞ্চা বর্হিরাশাতে।
নতা বাজেষু বায়তঃ।।
ঋগ্বেদ, ৮.৩১.৬
অনুবাদঃ- যে পত্নী ও পতি একসঙ্গে মিলিয়া যজ্ঞ করে তাহারা উভয়েই নানা ভোগ্য পদার্থ উপভোগ করে এবং অন্নের জন্য ইতস্ততঃ ভ্রমণ করে না।
যদগ্নে স্যামহং ত্বং, ত্বং বা ঘাস্যা অহম্।
স্যুষ্টে সত্যা ইহাশিষঃ।।
ঋগ্বেদ, ৮.৪৪.২৩
অনুবাদঃ- হে প্রকাশ স্বরুপ পরমাত্মন্! যখন আমি তুমি হইয়া যাই বা তুমি আমি হইয়া যাও, তখনই এ সংসারে তোমার সব করুণা সার্থক হয়।

Comments

Popular posts from this blog

মহাভারতের শহরগুলো কোথায় আছে জেনে নিন

ভারত ভেঙে তা আজ ১৫ টি আলাদা দেশ (with map)

মহাদেবের সংক্ষিপ্ত পরিচয়