সারা পৃথিবীতে হিন্দু রাজত্বের প্রমাণ
এই পৃথিবীতে অনেক ধর্ম রয়েছে । আর পৃথিবীতে বিভিন্ন ধর্মের লোক বাস করে , যাদের আদর্শ পুরোপুরি আলাদা । কিন্তু এমন এক সময় ছিল যখন সারা পৃথিবীতে হিন্দুদেরই রাজত্ব ছিল । আর এর অসংখ্য প্রমাণ পাওয়া যায় পুরো পৃথিবী জুড়ে । আজ এমন কিছু দেশের নাম আলোচনা করবো যেখানে এখন খুব একটা হিন্দু জনসংখ্যা লক্ষ করা যায় না , কিন্তু এমন অনকে কিছু পাওয়া যায় ,যেগুলো প্রমাণ করে যে সেখানে এক সময় হিন্দুর বসবাস ছিল ।
চীন – বর্তমানে চীনে তেমন কোনো হিন্দু মন্দির খুজে পাওয়া যায়
না । কিন্তু আজ থেকে এক হাজার বছর আগে কোনো এক রাজার দ্বারা ওখানে হিন্দু মন্দির তৈরি
হয়েছিল
। ইতিহাসবিদরা চীনের সমুদ্রনিকটবর্তী শহর Quanzhou তে প্রায় এক হাজার বছর পুরাতন হিন্দু মন্দির ও মূর্তির অবশিষ্টাংশ
খুজে পায় । এ মূর্তিগুলোকে ওখানকার এক জাদুঘরে
সংরক্ষণ করে রাখা হয়েছে । ওখানে ভগবান বি নৃসিংহ অবতারের মূর্তি পাওয়া যায় , এছাড়া শিবলিঙ্গ ও হাতির মূর্তিও পাওয়া যায় ।
ইরাক – ইরাককে আজ মুসলিম দেশ হিসেবে জানা যায় । কিন্তু সত্যি
তো এটা যে রাকে আগে হিন্দুদের রাজত্ব ছিল । আগে ইরাকের নাম ছিল MESOPOTAMIA (মেসোপটামিয়া) । আর প্রাচীন ,মেসোপটামিয়ায় হিন্দু
ধর্ম প্রচলিত ছিল , এর অনেক প্রমাণও এখানে পাওয়া গেছে । ইরাকের সুলেমনিয়ায় ভগবান রাম
ও হনুমানের পাথরের ওপর তৈরি প্রতিমা পাওয়া যায় । গবেষণা করে জানা যায় যে এটি ৬ হাজার
বছরের পুরাতন মূর্তি । এর দ্বারা প্রমাণিত হয় যে জিহাদীরা হিন্দু সংস্কৃতিকে ধ্বংস
করার যতো চেষ্টা করুক , ওরা কখনো হিন্দু সংস্কৃতিকে শেষ করতে পারবে না ।
জাপান – ভারত ও জাপান একটি আরেকটির থেকে ভিন্ন দেশ । কিন্তু
এ দু দেশের মধ্যে কিছু জিনিসের মিল রয়েছে । ওখানে অনেক হিন্দু দেবতার পূজা করা হয়
। পার্থক্য শুধু এটুকু
যে জাপানে এদের অন্য নামে পূজা করা
হয় । উদহরণ হিসেবে বলা যায় , ওখানে গণেশকে
শোসেন নামে পূজা করা হয় ।
জর্মানি - দক্ষিণ জার্মানির এক গুহায় একটি মূর্তি পাওয়া যায়
। মূর্তিটির অর্ধেক মানুষ আর অর্ধেক বাঘের । গবেষণায় জানা যায় যে মূর্তিটি ৩২ হাজার
বছর আগের । আরো অবাক করার মতো বিষয় হলো মূর্তিটি গুহার ভেতরে ঠিক ঐ জায়গায় পাওয়া যায়
যেখানে দিন ও রাতের সঙ্গম হয় । হিন্দুদের মান্যতা
অনুসারে আমরা জানি নৃসিংহের শরীর ছিল অর্ধেক মানুষের আর অর্ধেক সিংহের । ভারতের অনেক
দূরে জার্মানিতে এ মূর্তি পাওয়ায এটা বলা যায়
যে প্রাচীন জার্মানিতেও হিন্দু ভগবানের পূজা করা হতো ।
এভাবে পুরো বিশ্বে হিন্দু ধর্মের অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে
। কিছু সাল আগে রাশিয়ার ভোলগা প্রান্তে তারায়া ময়না গ্রামে ভগবান বিষ্ণুর মূর্তি পাওয়া
গেছিল । যা ছিল সপ্তম শতাব্দির ।
সবশেষে বলতে চা আমাদের সবার গর্ব করা উচিত আমাদের ধর্মের ওপর
যা একসময় সারা পৃথিবীর মানুষদেরকে সঠিক পথ দেখাতো । আর তা আমাদেরও উচিত আমাদের এ মহান
হিন্দু ধর্মকে আবার বিশ্বব্যাপি প্রসারিত করার
দৃঢ় সংকল্প গ্রহণ করা ।
যদি আপনি চান এ কথাগুলো অন্য হিন্দুদেরও জানা উচিত তাহলে লেখাটির
লিংটি শেয়ার করতে পারেন ।
জয় শ্রী রাম - হর হর মহাদেব
Comments
Post a Comment