আপনি কি জানেন নবদুর্গা কি ?


#নবদুর্গা হল মা দুর্গার নয়টি (৯টি) রূপের সামষ্টিক নাম । আসুন জানি কি কি সেই নয়টি রূপ ।
১) #শৈলপুত্রীঃ নবদুর্গার প্রথম রূপের নাম শৈলপুত্রী, গিরি রাজের কন্যা বলে শৈলপুত্রী নামে খ্যাত মা দুর্গা ।
২) #ব্রহ্মচারিণীঃ এটি দুর্গা মায়ের দ্বিতীয় রূপ, মা এখানে নিজেই সাধিকা ব্রহ্মচারিণী রূপে আর্বিভূত হয়েছেন ।
৩) #চন্দ্রঘন্টাঃ এটি দুর্গা মায়ের তৃতীয় রূপ,এই রূপে মা দুর্গা কল্যাণ দান করেন।
৪) #কুষ্মান্ডাঃ এটি মায়ের চতুর্থ রূপের বর্হিঃপ্রকাশ,ইনি অষ্টভূজা এবং বাঘের উপর সমাসীন ।
৫) #স্কন্দমাতাঃ এটি মা দুর্গার পঞ্চম রূপ, মা দুর্গা কুমার কার্তিকের মাতা তাই তিনি স্কন্দমাতা।
৬) #কাত্যায়ণীঃ এটি নবদুর্গার পঞ্চম রূপ । ঋষি কাত্যায়নের তপস্যায় মা তার ঘরে আসেন তাই তার নাম মাতা কাত্যায়ণী ।
৭) #কালরাত্রিঃ এরুপে মাতা দুর্গাকে সপ্তমীতে পুজা করা হয়। এখানে তিনি ভয়ঙ্কররূপী অন্ধকারবর্ণা।
৮) #মহাগৌরিঃ এটি মায়ের অষ্টম রূপ,ইনি গৌর বর্ণের,চতুভূজা এবং বাহনা।
৯) #সিদ্ধিদাত্রীঃ ইহা মাতা দুর্গার নবম শক্তি,এটা সিদ্ধিদাত্রী নামে পরিচিতি ।
----জয় মা দুর্গা---

Comments

Popular posts from this blog

মহাভারতের শহরগুলো কোথায় আছে জেনে নিন

ভারত ভেঙে তা আজ ১৫ টি আলাদা দেশ (with map)

মহাদেবের সংক্ষিপ্ত পরিচয়